বইমেলা

 মেলা

 

বই প্রদর্শনী মেলা
বই প্রদর্শনী মেলা
আসন্ন মাদ্রাসা ইমদাদুল উলূম জাওয়ার, তাড়াইল, কিশোরগঞ্জের বার্ষিক মাহফিল উপলক্ষে ( ইত্তেহাদুত তালাবা পরিষদ) জাওয়ার তাড়াইল কিশোরগঞ্জ কর্তৃক ২৪ ঘন্টার বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উক্ত বই প্রদর্শনী মেলায় সকল শ্রেণির পাঠকের উপস্থিতি কামনা করি।
<লক্ষ্য উদ্দেশ্য >
বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানো
<আয়োজনে যা যা থাকবে >
(১)সকল প্রকার বইয়ের প্রদর্শনী হবে।
(২)অগ্রিম অর্ডার করতে পারবে।
(৩)প্রদর্শনী থেকে দেখে পছন্দ করেও অর্ডার করতে পারবে।
<বিশেষ আকর্ষণ >
(১)প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রকাশন ও লাইব্রেরির বই প্রদর্শন করা হবে।
(২)প্রথম ১০জন অগ্রিম অর্ডারকারি পাবে আকর্ষণীয় ১০টি বই পুরস্কার।
(৩) ২০০০৳ উপরে প্রত্যেক অর্ডারকারি পাবে ১টি করে বই পুরস্কার।
(৪) প্রদর্শনী মেলা উপলক্ষে থাকবে বিশেষ ছাড় মূল্য।
<অগ্রিম অর্ডার পদ্ধতি >
(১) উক্ত পেজের https://www.facebook.com/107641298482154/posts/116973277548956/ লিংকে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে এবং ৩০% টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করা।
(২) বই প্রদর্শনী মেলায় উপস্থিত হয়েও বই দেখে পছন্দ করে অর্ডার করতে পারেন।
<বই পৌঁছানোর পদ্ধতি >
(১) যারা অগ্রীম অর্ডার করবে তাদের বই মাহফিলের বই প্রদর্শনী মেলা থেকে নিয়ে যাবে। যারা দূরবর্তী তাদের কে কুরিয়ার সার্ভিস এ পাঠানো হবে।
(২)যারা বই প্রদর্শনী মেলা থেকে পছন্দ করে অর্ডার করবে তাদের বই পরবর্তী ২ দিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
<বই প্রদর্শনী মেলার সময় >
০৯/০২/২২ তারিখ সকাল ৯ টা থেকে ১০/০২/২২ তারিখ সকাল ৯ টা পর্যন্ত
বিঃদ্রঃ মেলায় উঠানো বই কেউ নিতে চাইলে মেলার শেষ সময়ে নিতে পারবে।
সর্বপ্রকার যোগাযোগঃ তাকবির ডটকম পেজের ইনবক্সে। উক্ত পেজের লিংক https://www.facebook.com/107641298482154/posts/116973277548956/
অথবা কল করুন 01782002427 (ইমো হোয়াটসঅ্যাপ) (বিকাশ পার্সোনাল)
আয়োজনেঃ
ইত্তেহাদুত তালাবা পরিষদ
জাওয়ার তাড়াইল কিশোরগঞ্জ
সার্বিক সহযোগিতাঃ
তাকবির ডটকম কর্তৃপক্ষ

 

Comments

Popular posts from this blog

Temp Mail world temporary emal serivce

চিন

মনে রেখ