বইমেলা
মেলা
বই প্রদর্শনী মেলা
বই প্রদর্শনী মেলা
আসন্ন মাদ্রাসা ইমদাদুল উলূম জাওয়ার, তাড়াইল, কিশোরগঞ্জের বার্ষিক মাহফিল উপলক্ষে ( ইত্তেহাদুত তালাবা পরিষদ) জাওয়ার তাড়াইল কিশোরগঞ্জ কর্তৃক ২৪ ঘন্টার বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উক্ত বই প্রদর্শনী মেলায় সকল শ্রেণির পাঠকের উপস্থিতি কামনা করি।
<লক্ষ্য উদ্দেশ্য >
বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানো
<আয়োজনে যা যা থাকবে >
(১)সকল প্রকার বইয়ের প্রদর্শনী হবে।
(২)অগ্রিম অর্ডার করতে পারবে।
(৩)প্রদর্শনী থেকে দেখে পছন্দ করেও অর্ডার করতে পারবে।
<বিশেষ আকর্ষণ >
(১)প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রকাশন ও লাইব্রেরির বই প্রদর্শন করা হবে।
(২)প্রথম ১০জন অগ্রিম অর্ডারকারি পাবে আকর্ষণীয় ১০টি বই পুরস্কার।
(৩) ২০০০৳ উপরে প্রত্যেক অর্ডারকারি পাবে ১টি করে বই পুরস্কার।
(৪) প্রদর্শনী মেলা উপলক্ষে থাকবে বিশেষ ছাড় মূল্য।
<অগ্রিম অর্ডার পদ্ধতি >
(১) উক্ত পেজের https://www.facebook.com/107641298482154/posts/116973277548956/ লিংকে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে এবং ৩০% টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করা।
(২) বই প্রদর্শনী মেলায় উপস্থিত হয়েও বই দেখে পছন্দ করে অর্ডার করতে পারেন।
<বই পৌঁছানোর পদ্ধতি >
(১) যারা অগ্রীম অর্ডার করবে তাদের বই মাহফিলের বই প্রদর্শনী মেলা থেকে নিয়ে যাবে। যারা দূরবর্তী তাদের কে কুরিয়ার সার্ভিস এ পাঠানো হবে।
(২)যারা বই প্রদর্শনী মেলা থেকে পছন্দ করে অর্ডার করবে তাদের বই পরবর্তী ২ দিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
<বই প্রদর্শনী মেলার সময় >
০৯/০২/২২ তারিখ সকাল ৯ টা থেকে ১০/০২/২২ তারিখ সকাল ৯ টা পর্যন্ত
বিঃদ্রঃ মেলায় উঠানো বই কেউ নিতে চাইলে মেলার শেষ সময়ে নিতে পারবে।
সর্বপ্রকার যোগাযোগঃ তাকবির ডটকম পেজের ইনবক্সে। উক্ত পেজের লিংক https://www.facebook.com/107641298482154/posts/116973277548956/
অথবা কল করুন 01782002427 (ইমো হোয়াটসঅ্যাপ) (বিকাশ পার্সোনাল)
আয়োজনেঃ
ইত্তেহাদুত তালাবা পরিষদ
জাওয়ার তাড়াইল কিশোরগঞ্জ
সার্বিক সহযোগিতাঃ
তাকবির ডটকম কর্তৃপক্ষ
Comments
Post a Comment