মনে রেখ

 কথা

 

আজ জুম্মার নামাজের পরে আমাদের দামিহা ইউনিয়ন পরিষদ ভবনে মিলাদ মাহফিল। অত্র ইউনিয়ন-এর সবাইকে ও আমার সকল বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন, দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, শুভাখাংকী সহ সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। গতকাল আমি ইউ পি সচিব মান্নান ভাইকে বলেছি যে, দীর্ঘ বিরতির পর আজ থেকে নতুন করে সম্মানিত জনসাধারণের মধ্যে সার্টিফিকেট দিতে হবে তাই প্যাড বানিয়ে আনার তাগিদও দিয়েছি। বলেছি সীল লাগবে না, কেন লাগবে না এমন প্রশ্নে উত্তর দিয়েছি, পাঁচ বছর আগের গুলো যতন করে রেখে দিয়েছিলাম। অবাক, বিস্ময়ে তাকিয়ে রইলেন আমার দিকে। বলেছি, যদি হায়াতে বাঁচি তাহলে আমি কাম-ব্যাক করবোই, আমি আত্ব-বিশ্বাসী ব্যর্থতার দায় রেখে বিদায়.....অসম্ভব, আরেক জন যা পারবে আমাকে তা পারতেই হবে। বিশ্বে ব্যাপক ভাবে উল্লেখিত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সারা জীবন ছোট-বড় অনেক জায়গায় পরাজিত হয়েও দমে যাননি, একান্ন বছরে প্রেসিডেন্ট হয়েছেন। সৃষ্টিকর্তার নিকট আরজ ও সবার কাছে দোয়া চাই, ভারপ্রাপ্ত আমানত যথা-সম্ভব ঈমানের হালতে চালাইতে পারি। সবাইকে অনুরোধ করছি চলার পথে আমাকে পরামর্শ দিবেন ও ভুলগুলো ধরিয়ে দিবেন, সে বেলায় কৃতজ্ঞতার মনে রাখবো।

Comments

Popular posts from this blog

Temp Mail world temporary emal serivce

চিন