Posts

Showing posts from March, 2022

মনে রেখ

 কথা   আজ জুম্মার নামাজের পরে আমাদের দামিহা ইউনিয়ন পরিষদ ভবনে মিলাদ মাহফিল। অত্র ইউনিয়ন-এর সবাইকে ও আমার সকল বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন, দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, শুভাখাংকী সহ সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। গতকাল আমি ইউ পি সচিব মান্নান ভাইকে বলেছি যে, দীর্ঘ বিরতির পর আজ থেকে নতুন করে সম্মানিত জনসাধারণের মধ্যে সার্টিফিকেট দিতে হবে তাই প্যাড বানিয়ে আনার তাগিদও দিয়েছি। বলেছি সীল লাগবে না, কেন লাগবে না এমন প্রশ্নে উত্তর দিয়েছি, পাঁচ বছর আগের গুলো যতন করে রেখে দিয়েছিলাম। অবাক, বিস্ময়ে তাকিয়ে রইলেন আমার দিকে। বলেছি, যদি হায়াতে বাঁচি তাহলে আমি কাম-ব্যাক করবোই, আমি আত্ব-বিশ্বাসী ব্যর্থতার দায় রেখে বিদায়.....অসম্ভব, আরেক জন যা পারবে আমাকে তা পারতেই হবে। বিশ্বে ব্যাপক ভাবে উল্লেখিত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সারা জীবন ছোট-বড় অনেক জায়গায় পরাজিত হয়েও দমে যাননি, একান্ন বছরে প্রেসিডেন্ট হয়েছেন। সৃষ্টিকর্তার নিকট আরজ ও সবার কাছে দোয়া চাই, ভারপ্রাপ্ত আমানত যথা-সম্ভব ঈমানের হালতে চালাইতে পারি। সবাইকে অনুরোধ করছি চলার পথে আমাকে পরামর্শ দিবেন ও ভুলগুলো...

বইমেলা

 মেলা   বই প্রদর্শনী মেলা বই প্রদর্শনী মেলা আসন্ন মাদ্রাসা ইমদাদুল উলূম জাওয়ার, তাড়াইল, কিশোরগঞ্জের বার্ষিক মাহফিল উপলক্ষে ( ইত্তেহাদুত তালাবা পরিষদ) জাওয়ার তাড়াইল কিশোরগঞ্জ কর্তৃক ২৪ ঘন্টার বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উক্ত বই প্রদর্শনী মেলায় সকল শ্রেণির পাঠকের উপস্থিতি কামনা করি। <লক্ষ্য উদ্দেশ্য > বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানো <আয়োজনে যা যা থাকবে > (১)সকল প্রকার বইয়ের প্রদর্শনী হবে। (২)অগ্রিম অর্ডার করতে পারবে। (৩)প্রদর্শনী থেকে দেখে পছন্দ করেও অর্ডার করতে পারবে। <বিশেষ আকর্ষণ > (১)প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রকাশন ও লাইব্রেরির বই প্রদর্শন করা হবে। (২)প্রথম ১০জন অগ্রিম অর্ডারকারি পাবে আকর্ষণীয় ১০টি বই পুরস্কার। (৩) ২০০০৳ উপরে প্রত্যেক অর্ডারকারি পাবে ১টি করে বই পুরস্কার। (৪) প্রদর্শনী মেলা উপলক্ষে থাকবে বিশেষ ছাড় মূল্য। <অগ্রিম অর্ডার পদ্ধতি > (১) উক্ত পেজের https://www.facebook.com/107641298482154/posts/116973277548956/ লিংকে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়ে এবং ৩০% টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করা। (২) বই প্রদর্শনী মেলায় উপস্থিত হয়েও বই দেখে পছন্দ...

কিছু কথা

Image
 কথা   ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে কিশোরগঞ্জের কৃতী সন্তান তাড়াইল- উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রামের আদর্শ পিতার মুন্সী আব্দুল মালেকের সুযোগ্য ছেলে বীর মুক্তিযোদ্ধা Mujibul Haque হক চুন্নু মহোদয় বাংলাদেশে এই প্রথম পিতামাতা ভরপোষণের আইন তৈরি করলেন ----যা আমাদের কিশোরগঞ্জের গর্বের বিষয়। পিতামাতার ভরণপোষণ না করলে ৩ মাসের জেল সন্তানের ওপর তার পিতামাতার ভরণপোষণ বাধ্যতামূলক করে এবং ভরণপোষণের ব্যবস্থা না করলে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের জেলের বিধান করে সংসদে একটি বেসরকারি বিল বৃহস্পতিবার পাস হয়েছে। পিতামাতার অবর্তমানে দাদা-দাদীকে এবং মাতার অবর্তমানে নানা-নানীকে ভরণপোষণ করতে হবে। কোনো সন্তানের স্ত্রী বা স্বামী পিতামাতার ভরণপোষণ না করতে প্ররোচনা দিলে উক্ত স্ত্রী বা স্বামীও কিংবা অন্য সহায়তাকারী উপরিউক্ত অপরাধে অভিযুক্ত হবেন। বিল অনুযায়ী পিতামাতা আলাদাভাবে বসবাস করলে তাদের সন্তানের আয়ের ১০ শতাংশ নিয়মিতভাবে দিতে হবে। পিতা-মাতার একাধিক সন্তান থাকলে এ বিষয়ে আলাপ-আলোচনা করে ভরনপোষণ করতে হবে। ‘পিতা-মাতার ভরণপোষণ বিল ২০১৩’ নামে এটি পাসের প্রস্তাব করেন বীর মুক্তিযোদ...