চিন
চীনের এক কিশোর তার চাইতে দশ বছরের বড় এক বিধবা মহিলার প্রেমে পড়ে। .. তাদের ভালোবাসাটা ছিলো বেশ গভীর! কিন্তু চীন দেশে তখন বয়সের এই অসমতা কোনভাবেই মেনে নিতোনা। তারা দুজন দুজনকে গভীরভাবে নিজের করে চায়! .. কোন এক প্রভাতে সব কিছু ছেড়ে দুজন পাড়ি জমালো দূরে একটা পাহাড়ের চূড়ায়। এতটাই চূড়া যেখানে মানুষজন ভয়ে উঠেনা। দুজন প্রথম দিকে বেশ কষ্টেই দিনগুলো কাটাচ্ছিলো। .. এমনও হয়েছিলো ঘাস, লতাপাতা খেতে হয়েছিলো তাদের। কোন একদিন প্রিয় মানুষটার কষ্ট দেখে কিশোরটি প্রশ্ন করে ,,, .. --- এখানে কিছুই নেই, না আছে খাবারের ব্যবস্থাটুকুও। তোমার খুব কষ্ট হচ্ছে তাইনা? .. প্রিয় মানুষটি হাসে আর কাঁধে মাথা রেখে বলে ,,, --- তুমি যতক্ষণ পাশে আছো আমার সবকিছুই আছে! .. টোনাটুনির সংসার চলতে লাগলো। লোকালয়ে যেতো স্বামী। খাবারের ব্যবস্থা করতো কাজ করে। কিন্তু নির্দিষ্ট একটা সময় স্বামী কোথায় যেতো ঠিক কি করতো স্ত্রী বুঝতে পারতো না। কোনদিন প্রশ্নও করেনি যদি রাগ করে। .. পঞ্চাশ বছর পর। .. একদিন বৃদ্ধ স্বামী তার স্ত্রীকে বলছে ,,, .. --- চলো এবার আমরা লোকালয়ে ফেরৎ যাই। এখন আর সমস্যা হবেনা। --- কিন্তু আমিতো পঞ্চা...